ওঅধিনায়ক সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন ধোনি
স্পোর্টস ডেস্ক:
এজবাস্টনে ইংল্যান্ডকে চতুর্থ ওয়ানডেতে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে ৩-০ তে সিরিজ জিতে নিল সফরকারী ভারত। আর এ ম্যাচ জয়ের মধ্যে দিয়ে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটি গড়লেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি অধিনায়ক হিসেবে এ নিয়ে ১৬২ ম্যাচে ৯১ টি ওডিআই জিতেছেন । এর আগে ১৭৪ ম্যাচের মধ্যে ৯০ টি ম্যাচ জিতে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজাহারউদ্দিন। ব্যাঙ্গালুরুতে ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ধোনির। তার হাত ধরে ভারত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ ২৫ বছর পর ওয়ানডে বিশ্বকাপ জেতে। এছাড়া ইংল্যান্ডে অনুষ্ঠিত শেষবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে তার নেতৃত্বে। আর টেস্ট ও ওডিআইতেও শীর্ষ স্থান দখল করে ধোনি বাহিনী। এদিকে টেস্ট ও টি-২০ ফরম্যাটেও অধিনায়ক হিসেবে সফল ধোনি। দুটি ফরম্যাটেই তার অধিনায়কত্বে ২৭ টি করে ম্যাচ জিতেছে ভারত।