Connecting You with the Truth

ওবামা মার্কিনিদের বড় হুমকি

0227আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স ও বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত এক জরিপে এ তথ্য জানা গেছে। জরিপে কোন দেশ, গ্র“প ও জনগণ আমেরিকার জন্য হুমকি এবং হুমকি সে বিষয়ে ২ হাজার ৮০৯ জন মার্কিনিকে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল। এগুলোর মধ্যে চারটিই ছিলো, আসন্ন বা এই মুহূর্তে হুমকি কারা আর মাত্র একটি প্রশ্ন ছিলো হুমকি নয় কারা সে বিষয়ে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি (৩৪ শতাংশ) রিপাবলিকান সমর্থকের মতে, এই মুহূর্তে আমেরিকার জন্য পুতিন ও আসাদের তুলনায় ওবামাই বেশি হুমকি। আর পুতিন ও আসাদকে হুমকি বলে রায় দিয়েছেন মাত্র ২৪ ও ২৩ শতাংশ সমর্থক। জরিপে ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টিকেও আমেরিকার জন্য হুমকি বলে মত দিয়েছেন ২৭ শতাংশ অংশগ্রহণকারী। অপরদিকে ২২ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক মনে করেন রিপাবলিকানরা আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি।

Comments
Loading...