জাতীয়
ওরিয়েন্টাল ব্যাংকের ছয় কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার:
এক কোটি টাকা ঋণ জালিয়াতির দায়ে সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামিক ব্যাংক) ছয় কর্মচারী ও এক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে আদালত। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম গতকাল এই মামলার রায় ঘোষণা করেন। এ মামলার আসামি ব্যবসায়ী বকর হোসেনকে দশ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। আর ওরিয়েন্টালের ছয় কর্মকর্তাকে দেয়া হয়েছে সাত বছর করে সশ্রম কারাদণ্ড। একইসঙ্গে সাত আসামির সবাইকে ১৪ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা করে জরিমানা করেছে আদালত।
ওই ছয় কর্মকর্তা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপল অফিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মাহমুদুল্লাহ, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান, ওরিয়েন্টাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও সাবেক উপ-ব্যবস্থাপনা (ডিজিএম) পরিচালক ইমামুল হক। দুদকের আইনজীবী কবির হোসাইন জানান, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক আক্তার হামিদ রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, আসামিরা নিজেদের মধ্যে যোগসাজশে বকরের ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠানের নামে একই দিনে ১ কোটি টাকা ঋণের আবেদন, অনুমোদন ও উত্তোলন করে আÍসাৎ করেন। তদন্ত শেষে গত বছর ৬ জানুয়ারি দুদক আদালতে অভিযোগপত্র দেয়। দুদকের দেয়া তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে আনুমানিক ৩৪ কোটি টাকা আÍসাৎ করা হয়। এ অর্থ আÍসাতের ঘটনায় মোট ৩৪টি মামলা দায়ের হয়, যার আটটিতে গতবছর অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তারা। ২০০৯ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম বদলে আইসিবি ইসলামিক ব্যাংক করা হয়।
Highlights
কর্মচারী ‘নয়ন সিন্ডিকেটের’ দাপটে তটস্থ রমেক হাসপাতাল
Highlights
শেরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
জাতীয়
নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান সাংসদ সেলিমা আহমাদের
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস