Connect with us

জাতীয়

ওরিয়েন্টাল ব্যাংকের ছয় কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড

Published

on

স্টাফ রিপোর্টার:
এক কোটি টাকা ঋণ জালিয়াতির দায়ে সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামিক ব্যাংক) ছয় কর্মচারী ও এক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে আদালত। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম গতকাল এই মামলার রায় ঘোষণা করেন। এ মামলার আসামি ব্যবসায়ী বকর হোসেনকে দশ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। আর ওরিয়েন্টালের ছয় কর্মকর্তাকে দেয়া হয়েছে সাত বছর করে সশ্রম কারাদণ্ড। একইসঙ্গে সাত আসামির সবাইকে ১৪ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা করে জরিমানা করেছে আদালত।
ওই ছয় কর্মকর্তা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপল অফিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মাহমুদুল্লাহ, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান, ওরিয়েন্টাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও সাবেক উপ-ব্যবস্থাপনা (ডিজিএম) পরিচালক ইমামুল হক। দুদকের আইনজীবী কবির হোসাইন জানান, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক আক্তার হামিদ রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, আসামিরা নিজেদের মধ্যে যোগসাজশে বকরের ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠানের নামে একই দিনে ১ কোটি টাকা ঋণের আবেদন, অনুমোদন ও উত্তোলন করে আÍসাৎ করেন। তদন্ত শেষে গত বছর ৬ জানুয়ারি দুদক আদালতে অভিযোগপত্র দেয়। দুদকের দেয়া তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে আনুমানিক ৩৪ কোটি টাকা আÍসাৎ করা হয়। এ অর্থ আÍসাতের ঘটনায় মোট ৩৪টি মামলা দায়ের হয়, যার আটটিতে গতবছর অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তারা। ২০০৯ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম বদলে আইসিবি ইসলামিক ব্যাংক করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *