Connecting You with the Truth

ওরিয়েন্টের বিপক্ষে সালমার ১৫০!

Mohamedan_win_bg_906740939স্পোর্টস ডেস্ক:
৮৬ বলে অপরাজিত ১৫০ রান! এই কৃতিত্ব কোনো পুরুষ ব্যাটসম্যানের নয়। মোহামেডান নারী দলের অধিনায়ক সালমা খাতুনের। ৮৬ বলের ইনিংসটি ২৬টি চারে সাজান তিনি। শুক্রবার ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে দুমড়ে-মুচড়ে এই রান সংগ্রহ করেন সালমা। সালাম যখন ক্রিজে আসেন, তখন ৬৬ রানে ২ উইকেট হারায় মোহামেডান। ইতি মণ্ডলকে নিয়ে অসাধারণ এক জুটি গড়েন সালমা। তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ২৮৩ রান তোলেন তারা। ইতি ১২২ বলে ১৫টি চারে অপরাজিত ১২৪ রান করেন। ৪০ ওভারের ম্যাচে ২ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলে মোহামেডান। এদিন ২৭ বলে অর্ধশতক পূর্ণ করেন সালমা। অর্ধশতক করার পথে মারেন ১০টি চার। শুক্রবার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০১৪-১৫। এবারই প্রথম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হচ্ছে। মহিলা ক্লাব ক্রিকেটের আগের ছয়টি আসর ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

Comments
Loading...