খেলাধুলা
ওয়ানডেতে দুর্বার ভারত
স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থ হলেও একদিনের সিরিজে দুর্দান্ত খেলছে ভারত। শনিবার ¯িপনারদের দাপটে ওয়ানডে সিরিজে দ্বিতীয় জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ¯িপনাররা ২২৭ রানে তাদেরকে আটকে দেয়। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৩ ওভারে জয়ের মুখ দেখে সফরকারীরা। ট্রেন্ট ব্রিজে ইংলিশদের শুরুটা ছিল চমৎকার। ৮২ রানে প্রথম উইকেট হারায় তারা। পার্ট টাইম বোলার সুরেশ রায়নার ঘূর্ণিতে সাজঘরে ফিরেন অ্যালেক্স হালস (৪২)। স্কোরবোর্ডে ১১ রান যোগ করতেই আরেক ¯িপনারের শিকার অ্যালেস্টার কুক (৪৪)। ১ রান যোগ হতেই রান আউটের শিকার হন জো রুট (২)। এরপর থেমে যায় ইংল্যান্ডের রানের চাকা। মিডল অর্ডারে বাটলারের ৪২ ও লোয়ার অর্ডারের ট্রেডওয়েলের ৩০ রানে লড়াকু সংগ্রহ পায় ইংল্যান্ড। ভারতীয়দের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিন। ৩৯ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া সুরেশ রায়না, রাইডু ও জাদেজা ১টি করে উইকেট নেন। এছাড়া দুই পেসার ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি একটি করে উইকেট নেন। সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে রাহানের ৪৫ ও কোহলির ৪০ রানে শুরুটা ভালো করে ভারত। তবে ব্যর্থতার বৃত্তে থাকা শেখর ধাওয়ান শুরুতেই ১৬ রানে বিদায় নেন। রাহানে ও কোহলির বিদায়ের পর ভারতের জয় নিশ্চিত করে রাইডু ও দ্বিতীয় ম্যাচে শতক হাঁকানো রায়না। রায়না ৪২ রানে ফিরে গেলে ৬৪ রানে অপরাজিত থাকেন রাইডু। তার সঙ্গে ১২ রানে অপরাজিত থাকেন জাদেজা। ম্যাচ সেরা নির্বাচিত হন রবিচন্দ্রন অশ্বিন।
আÍবিশ্বাসী ম্যান সিটির হ
খেলাধুলা
অন্তিম নিদ্রায় শায়িত ফুটবল সম্রাট পেলে
Highlights
২০০ টাকায় দেখা যাবে বিপিএল, টিকিট পাওয়া যাবে বুধবার থেকে
Highlights
ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলে আর নেই
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস