Connecting You with the Truth

ওয়ানডেতে দুর্বার ভারত

ViratKohli8AFP_630
স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থ হলেও একদিনের সিরিজে দুর্দান্ত খেলছে ভারত। শনিবার ¯িপনারদের দাপটে ওয়ানডে সিরিজে দ্বিতীয় জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ¯িপনাররা ২২৭ রানে তাদেরকে আটকে দেয়। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৩ ওভারে জয়ের মুখ দেখে সফরকারীরা। ট্রেন্ট ব্রিজে ইংলিশদের শুরুটা ছিল চমৎকার। ৮২ রানে প্রথম উইকেট হারায় তারা। পার্ট টাইম বোলার সুরেশ রায়নার ঘূর্ণিতে সাজঘরে ফিরেন অ্যালেক্স হালস (৪২)। স্কোরবোর্ডে ১১ রান যোগ করতেই আরেক ¯িপনারের শিকার অ্যালেস্টার কুক (৪৪)। ১ রান যোগ হতেই রান আউটের শিকার হন জো রুট (২)। এরপর থেমে যায় ইংল্যান্ডের রানের চাকা। মিডল অর্ডারে বাটলারের ৪২ ও লোয়ার অর্ডারের ট্রেডওয়েলের ৩০ রানে লড়াকু সংগ্রহ পায় ইংল্যান্ড। ভারতীয়দের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিন। ৩৯ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া সুরেশ রায়না, রাইডু ও জাদেজা ১টি করে উইকেট নেন। এছাড়া দুই পেসার ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি একটি করে উইকেট নেন। সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে রাহানের ৪৫ ও কোহলির ৪০ রানে শুরুটা ভালো করে ভারত। তবে ব্যর্থতার বৃত্তে থাকা শেখর ধাওয়ান শুরুতেই ১৬ রানে বিদায় নেন। রাহানে ও কোহলির বিদায়ের পর ভারতের জয় নিশ্চিত করে রাইডু ও দ্বিতীয় ম্যাচে শতক হাঁকানো রায়না। রায়না ৪২ রানে ফিরে গেলে ৬৪ রানে অপরাজিত থাকেন রাইডু। তার সঙ্গে ১২ রানে অপরাজিত থাকেন জাদেজা। ম্যাচ সেরা নির্বাচিত হন রবিচন্দ্রন অশ্বিন।

আÍবিশ্বাসী ম্যান সিটির হ

Comments
Loading...