Connecting You with the Truth

ওয়ার্নার ব্রাদার্স নির্মাণ করছে নতুন থ্রিডি ‘দ্য জঙ্গল বুক’

b-3
বিনোদন ডেস্ক:
ভারতের একটি বনে নেকড়েদের হাতে বেড়ে ওঠা মোগলিকে ঘিরেই ছবির গল্প। রাডিয়ার্ড কিপলিংয়ের ‘দ্য জঙ্গল বুক’ অবলম্বনে নির্মিত এনিমেশন ও লাইভ অ্যাকশন এই ছবিটি ২০১৬ সালের ২১ অক্টোবর মুক্তি পাবে। ওয়ার্নার ব্রাদার্স এবার নির্মাণ করছে নতুন থ্রিডি ছবি ‘দ্য জঙ্গল বুক : অরিজিনস’। ছবির বিভিন্ন চরিত্রে কণ্ঠ মেলাবেন ক্রিশ্চিয়ান বেল, কেট ব্লানচেটের মতো খ্যাতিমান অভিনেতারা। অস্কারজয়ী কেনের কণ্ঠ শোনা যাবে বারবার বিপদ ডেকে আনা সর্পিনীর চরিত্রে, কালো প্যান্থার বাগিরা কথা বলবে ক্রিস্টিয়ান বেলের কণ্ঠে, বিজ্ঞ ভালুক ‘বালু’ কথা বলবে অ্যান্ডি সারকিসের কণ্ঠে, নেকড়েদের নেতা আকেলার চরিত্রে ডাবিং করবেন পিটার মুলান। আর মোগলি চরিত্রে অভিনয় করবে নিউ ইয়র্কে জন্ম নেওয়া ভারতীয় কিশোর রোহান চান্দ।


Comments
Loading...