Connecting You with the Truth

ওয়ালটন সেন্ট্রাল জোনের দায়িত্ব মাহমুদুল্লার

Mahmudullahস্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট লীগ- বিসিএল এর জন্য ওয়ানডে টিম ঘোষণা করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ওয়ানডে টুর্নামেন্টের জন্য অধিনায়ক করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। মিরপুর স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে ওয়ালটনের অনুশীলন শুরু হয়েছে বুধবার থেকেই। কোচের দায়িত্ব পালন করছেন কাজী এমদাদুল বাশার রিপন। ওয়ালটন সেন্ট্রাল জোনের মিডিয়া ম্যানেজার ফিরোজ আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রিয়াদ ছাড়া ওয়ালটন টিমের অন্য খেলোয়াড়রা হচ্ছেন- শামসুর রহমান শুভ, আব্দুল মজিদ, রনি তালুকদার, শুভাগত হোম, ধীমান ঘোষ, মোশাররফ হোসেন রুবেল, মার্শাল আইয়ুব, ইলিয়াস সানি, মেহেরাব হোসেন জুনিয়র, তাসকিন আহমেদ, নাদিফ চৌধুরী, মোহাম্মদ শরিফ, মোহাম্মদ শহীদ ও আবু হায়দার রনি। কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপদেষ্টা এসএম জাহিদ হাসান, প্রধান সমন্বয়ক এবং সিইও উদয় হাকিম, সমন্বয়ক ও মিডিয়া ম্যানেজার ফিরোজ আলম, সহকারী সমন্বয়ক ও সহকারী ম্যানেজার মিল্টন আহমেদ, ম্যানেজার হাসানুজ্জামান ঝরু, সহকারী কোচ আশরাফুল ইসলাম জিকো, ফিজিও মোহাম্মদ শাওন, ট্রেনার আহমেদ ইসলাম। ৪ এপ্রিল পর্যন্ত টানা চারদিন অনুশীলন করবে ওয়ালটন। ৫ ও ৬ এপ্রিল ওয়ালটনের দুটি ম্যাচ ফতুল্লা স্টেডিয়ামে। ৯ এপ্রিল তৃতীয় ওয়ানডে মিরপুর স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ১১ এপ্রিল মিরপুরে। সবগুলো ম্যাচই হবে ডে- নাইট।

Comments
Loading...