Connecting You with the Truth

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্লেয়ার অব দ্য ম্যাচ মাশরাফি

s-5
স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা । ম্যাচে বাংলাদেশ ১৭৭ রানে হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন বোলাররা। বোলারদের নেতৃত্বে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। ৩৯ রানে তিন উইকেট নেন তিনি। আর এই তিন উইকেট নিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে উঠে এলেন মাশরাফি । গ্রেনাডাতে ৪৭ ওভারে কাইরন পোলাডের উইকেট নেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। পরের ওভারেই লেন্ডাল সিমন্স ও ডোয়াইন ব্রাভোকে আউট করেন। ব্রাভোর উইকেট দিয়ে নতুন উচ্চতায় উঠে যান মাশরাফি। ১৩৬ ম্যাচে মাশরাফির উইকেট ১৭২টি। সমান ম্যাচে সাকিবের উইকেট ১৭১টি। সর্বোচ্চ ২০৬ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক খেলেছেন ১৫২ ম্যাচ । ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেট সিরিজ-২০১৪ এর কো স্পন্সর দেশিয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটন। এই সিরিজের ছয়টি ম্যাচের (৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি) সেরা খেলোয়াড়কে নির্বাচিত করা হবে ‘ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে। পুরস্কার হিসেবে নির্বাচিত খেলোয়াড় ওয়ালটনের পক্ষ থেকে পাচ্ছেন একটি স্মার্টফোন ও তিনশ’ ডলার ।

Comments
Loading...