ও-লেভেল পাস করলেন মালালা
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নারী শিক্ষার অগ্রদূত মামালা ইউসুফজাই মানবাধিকার রক্ষার পাশাপাশি নিজের পড়াশোনায়ও বেশ মনোযোগী । সম্প্রতি তার ও-লেভেল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এখানেও তিনি পেয়েছেন সফলতা। ৬টি বিষয়ে এ+ ও ৪টিতে এ গ্রেড পেয়ে পাস করেছেন তিনি। গণিতসহ বিজ্ঞানের সব বিষয় ও ধর্মীয় শিক্ষায় এ+ পেয়েছেন মালালা। খবর ডন নিউজ।
খবরে বলা হয়েছে, মেয়ের এ সাফল্যে বেশ উচ্ছ্বসিত ও গর্বিত বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই। তিনি মেয়ের পরীক্ষার ফল বের হওয়ার পরপরই তা টুইটারে শেয়ার করেছেন। মালালার এ সাফল্যে শুধু তার বাবা-মাই নন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার
শুভাকাঙ্ক্ষীরাও।
বাংলাদেশেরপত্র/এডি/আর