Connecting You with the Truth

কইলর নাভাসদের নিয়েও হেরে গেছে কার্লো আনচেলত্তির দল

111
স্পোর্টস ডেস্ক:
ক্লাব প্রীতি ম্যাচে সিরি আ’র ক্লাব ফিওরেনটিনার বিপক্ষে হেরে গেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও হার মেনে নিতে হয় রিয়ালকে। ডি মারিয়া, ক্রিস্টিয়ানো রোনালদো, সামি খেদিরা, কেইলর নাভাসদের নিয়ে সাজানো স্কোয়াড নিয়েও জিততে পারে নি রিয়াল। তবে, ম্যাচের শুরুতে (৪ মিনিটে) পর্তুগিজ তারকা রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে। ফিওরেনটিনার হয়ে সমতাসূচক গোল করেন মারিও গোমেজ। ম্যাচের ২৭ মিনিটে গোলটি করেন তিনি। ১-১ সমতায় বিরতি শেষে ম্যাচের ৬৯ মিনিটে আবারো গোল হজম করে রিয়াল। এবারের গোলদাতা মার্কোস অলোনসো। বাকি সময় রিয়াল গোল শোধ দিতে ব্যর্থ হলে ২-১ গোলের পরাজয় মেনে নিতে হয় স্প্যানিস জায়ান্ট রোনালদোদের।


Comments
Loading...