কক্সবাজারে অমৃতার গুণ্ডা-দ্য টেরোরিস্ট !
বিনোদন ডেস্ক:
‘গুণ্ডা’র জন্য কক্সবাজারের উদ্দেশ্যে অমৃতা শিরোনাম দেখে অবাক হচ্ছেন তাইতো। অবাক হবার কিছু নেই চিত্র নায়িকা অমৃতা খান মূলত ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ এ চিত্র নায়ক বাপ্পির সাথে জুটি বেঁধে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন ইস্পাহানী আরিফ জাহান। ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন লোকেশনে শ্যুটিং শেষে, এবার তিনটি গানের দৃশ্যায়নে অংশ নেয়ার জন্যে কক্সবাজার যাচ্ছেন তিনি। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ ছবিটির বেশ কিছু দৃশ্যধারণ করা হয়েছে। পাশাপাশি একটি আইটেম গানেরও শ্যুটিং হয়েছে এফডিসিতে। আইটেম গানটিতে অংশ নিয়েছেন বাপ্পি ছবির আরেক নায়িকা আঁচলসহ একদল নৃত্যশিল্পী। শ্যুটিং ইউনিটের সবাই কক্সবাজারের চলে গেলেও শুক্রবার পর্যন্ত অমৃতা বিমানের টিকেট না পাওয়ায় বিপাকে পড়ে যান তিনি। এদিকে আজ শনিবার থেকেই ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ শুরু হবার কথা। এনিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন অমৃতা। অবশেষে আজ দুপর ১২টা ৫০ মিনিটে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বিমান যোগে কক্সবাজারে যাচ্ছেন এটা নিñিত করেন তিনি। এসময় অমৃতা বিমান বন্দরে ছবি তুলে তা ফেসবুকে শেয়ার দেন। এ সম্পর্কে অমৃতা প্রিয়.কমকে বললেন, ‘গতকাল পর্যন্ত টিকেট না পাওয়ায় টেনশনে ছিলাম। কক্সবাজারে আমি মোট ২০ দিন থাকবো। ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ ছবির পাশাপাশি আরও একটি সিনেমার শ্যুটিং করবো।’