Connecting You with the Truth

কচুয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত


মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আজ রবিবার বিকেলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হায়দার আলীর সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আব্দুস সাত্তার মজুমদার ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মানিক ভৌমিক, যুগ্ম সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, মফিজুল ইসলাম বাবুল ও সদস্য সনতোষ চন্দ্র সেন প্রমুখ।

Comments
Loading...