Connecting You with the Truth

কথিত জীনের বাদশা আটকের প্রতিবাদে সংঘর্ষে এসআইসহ আহত ৮

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারক জীনের বাদশা চক্রের এক সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে ওই চক্রের সদস্যরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে ৩ পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে কাটাখালী ব্রিজের ওপর অবরোধ ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার, ইসমাইল হোসেন ও কনস্টেবল জাহাঙ্গীরের নাম জানা গেছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামের আটকাদেশ প্রাপ্ত আসামি জীনের বাদশা চক্রের সদস্য তারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে ওই চক্রের অপর সদস্যরা সড়ক অবরোধ করে একটি মাইক্রোবাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল ও ইট-পাটকেল নিক্ষেপে তিন পুলিশসহ মোট আট জন আহত হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে মিজু আহমেদ নামে একজন যুবককে আটক করা হয়েছে।

Comments
Loading...