কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
চির নতুনেরে দিল ডাক, এলো ২৫শে বৈশাখ এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে কবি গুরু রবীন্দ্রনাথের ১৫৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধায় পৌর-মিলনায়তনে আলোচনা, আবৃতি, গীতি আলেখ্য ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রাম।
মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে কবি স্মরনে আলোচনায় অংশ নেন এডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক কর্মী দুলাল বোস, শাহানুর রহমান ও সুব্রতা রায় প্রমুখ। আলোচনা সভায় করিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়।