কমের কারদাশিয়ান ১৩ মডেল মেয়ে
বিনোদন ডেস্ক:
কিম কারদাশিয়ান ও কেন ওয়েস্ট দম্পতির মেয়ে নর্থ ওয়েস্ট এখনই মায়ের পথ ধরেছে। মাত্র ১৩ মাস বয়সেই ‘সিআর ফ্যাশন বুক’ নামের একটি ম্যাগাজিনের জন্য মডেল হয়েছে সে। এ ছবিতে তাকে দেখে কেউ প্রশিক্ষনপ্রাপ্ত মডেল না বলে পারবেনা। ছবিতে দেখা যাচ্ছে, নর্থের পোশাকে চ্যানেল ব্রান্ডের কালো রঙ্গের ফুলওয়ালা একটি ব্র“চ লাগানো। সঙ্গে ছোট্ট ভ্যানিটি ব্যাগ। কানে লরেন স্কোয়ার্টজের ছোট্ট হীরার দুল পরে সামনে দুপা মেলিয়ে বসে আছে সে। ম্যাগাজিনে তার ছবির পাশে জার্মানের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ড এর একটি উক্তি লেখা আছে। উক্তিটি হলো, ‘নর্থ ওয়েস্ট দ্যা ফিউচার, ইটস নেভার টু আর্লি টু কেয়ার অ্যাবাউট ফ্যাশন।’ যতো যাই হোক, কিমের মেয়ে বলে কথা! ক্যামেরা দেখে ঘাবড়ানো কি তার সাজে!