কলম্বিয়ায় ৩ হাজার গর্ভবতী জিকা ভাইরাসে আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজারের বেশি গর্ভবতী নারী। প্রেসিডেন্ট জুয়ান মেনুয়েল সান্তোস শনিবার এক বিবৃতিতে বলেছেন, জিকা ভাইরাস আমেরিকাজুড়ে দ্রুত বিস্তার লাভ করছে। এই ভাইরাসের কারণে সদ্যজাত শিশু মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগে আক্রান্ত শিশুদের মাথা স্বাভাবিকের তুলনায় অনেক ছোট হয়। এতে শিশুদের স্বাভাবিক বুদ্ধি বিকাশ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে চিকিৎসকরা। এই রোগের কোনো প্রতিষেধক এখনও তৈরি হয়নি। এর কোনো সঠিক চিকিৎসাও নেই।
তবে কলম্বিয়ায় জিকা ভাইরাসের কারণে মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সান্তোস। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, কলিম্বিয়ায় এ পর্যন্ত ২৫ হাজার ৬৪৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৩ হাজার ১৭৭ জনই গর্ভবতী নারী।