Connecting You with the Truth

কলারোয়ায় দেড় কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে, এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। গতকাল বুধবার ভোর ৫টার দিকে কলারোয়া উপজেলার কাজীরহাট এলাকা থেকে এ কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাপড়ের মধ্যে রয়েছে-ভারতীয় উন্নতমানের শাড়ি, থ্রি-পিস ও থান কাপড়।
সাতক্ষীরা বিজিবির ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী জানান, চোরাকারবারীরা বিপুল পরিমাণ মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামালগুলো ফেলে পালিয়ে যায়। এসময় সেখান থেকে ভারতীয় কাপড়গুলো উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

Comments
Loading...