কাউনিয়ায় চেতনা যুব উন্নয়ন সংগঠন’র শুভ উদ্বোধন


বিশেষ প্রতিনিধি,রংপুরঃ
‘আপনার রক্তে বাঁচবে প্রাণ স্বেচ্ছায় করুন রক্তদান’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রংপুরের কাউনিয়ায় চেতনা যুব উন্নয়ন সংগঠন এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিশ্বর গ্রামের বটতলা এলাকায় অস্থায়ী কার্যালয়ে এক ঝাঁক যুবকের স্বেচ্ছাসেবী এ সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, ইউপি সদস্য মনতাজ আলী, জমিলা বেগম, সংবাদিক মিজানুর রহমান, শিক্ষক জান্নাতুল নাঈম, বাবু রবিন্দ্রনাথ বর্ম্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় চেতনা যুব উন্নয়ন সংগঠনের সভাপতি নাহিদ হাসান কৃতজ্ঞতা জানিয়ে মানুষের কল্যানে সকলের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী দিনে ল্যাব ওয়ান ডায়াগনষ্টিক সেন্টার প্লাস এর তত্ত্বাবধানে ফ্রী ব্লাড গ্রুপ টেষ্ট ক্যাম্পেইন করা হয়।

Comments (0)
Add Comment