কাউনিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩, আহত ৩৫
কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় গত বুধবার ভোরে বিজলেরঘুন্টি মহেষা নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যাত্রীবোঝাই একটি নাইট কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে এবং অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বিজলেরঘুন্টি মহেষা নামক এলাকায় গত বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীগামী শ্যামলী পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের বাম দিকের এক অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নাইট কোচের সুপারভাইজার সিরাজুল ইসলাম (৩৪) ও যাত্রী শফিকুল ইসলাম (৩১) ও অজ্ঞাত আরও ১ জন মারা যায় এবং আরও ৩৫ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকীদের উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।