কাউনিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নগদ টাকা বিতরণ
কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিএসপিবি প্রকল্পের আওতায় ইউনিসেফের অর্থায়নে হারাগাছা ইউনিয়নের পিতৃমাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।
গতকাল বুধবার হারাগাছ ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সাহায্য বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নারায়ণ চন্দ্র বর্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, সিএসপিবি’র প্রকল্প পরিচালক ওমর ফারুক, ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা আজিজার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হারাগাছ ইউপি চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ, সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম পাইকার প্রমুখ। আলোচনা শেষে ৩২৮ জন শিশুর