কাদের মোল্লার কবরে ‘শহীদ’ লেখার অভিযোগ পেলে ব্যবস্থা
যুদ্ধাপরাধের দায়ে মৃতুদন্ডপ্রাপ্ত কাদের মোল্লার কবরের নামফলকে ‘শহীদ’ শব্দটি লেখার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদকে এ তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধাপরাধের দায়ে মৃতুদন্ডপ্রাপ্ত কুখ্যাত আসামি কাদের মোল্লার মৃতুদণ্ড কার্যকর হওয়ার পর তার কবরের নামফলকে ‘শহীদ’ শব্দটি লেখা রয়েছে- বিষয়টি মন্ত্রণালয়ের অবগত নয়। মন্ত্রী প্রশ্নকারী সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় সংসদ সদস্য, আপনার সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি।
বাংলাদেশেরপত্র/এডি/আর