কানাডায় পুলিশের প্রতি গুলিবর্ষণকারীর লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক:
দুই কানাডীয় পুলিশ সদস্যের প্রতি গুলিবর্ষকারী এক সন্দেহভাজনের লাশ পরিত্যক্ত একটি বাড়ি থেকে উদ্ধার করেছে রাজকীয় কানাডীয় অশ্বারোহী পুলিশ (আরসিএমপি)। শনিবার আলবের্তার সেন্ট আলবের্তা শহরের পূর্বদিকের একটি গ্রামীণ এলাকায় পরিত্যাক্ত ওই বাড়িটিতে প্রবেশ করার পর পুলিশ লাশটির সন্ধান পায়, জানিয়েছে আরসিএমপি। তাকে গ্রেপ্তারের চেষ্টাকালে পুলিশ সন্দেহভাজনের সঙ্গে একটি কথাও বলেনি এবং কোনো গুলিবর্ষণ করেনি বলে জানিয়েছে আরসিএমপি। তবে কীভাবে সন্দেহভাজনের মৃত্যু হয়েছে সেই বিষয়টিও পরিষ্কার করেনি। মৃত এই সন্দেহভাজনের গুলিতেই শনিবার একটি ক্যাসিনোতে দুই পুলিশ আহত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ভোর ৩টার দিকে এডমন্টনের ক্যাসিনোটিতে গুলিবর্ষণের ওই ঘটনাটি ঘটে। এতে কনেস্টেবল ডেভিড ম্যাথু (৪২) ও অতিরিক্ত কনেস্টেবল ডেরেক ওয়াল্টারকে (৪৯) গুলিবিদ্ধ হন। চিকিৎসার পর ওয়াল্টার হাসপাতাল থেকে ছাড়া পেলেও ম্যাথু’র অবস্থা আশঙ্কাজনক। গাড়ি চুরির একটি অভিযোগ তদন্ত করতে ওই ক্যাসিনোতে গিয়েছিলেন ম্যাথু ও ওয়াল্টার। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া গুলিবর্ষকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং সে একজন শ্বেতকায় বলে লাশ পাওয়ার আগে জানিয়েছিল পুলিশ।