কাপাসিয়ায় মা-মেয়ে খুন: ৫ দিনেও আটক হয়নি কেউ
গাজীপুর প্রতিনিধি:
জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় পাঁচদিনেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়া হত্যার মোটিভও জানাতে পারেনি পুলিশ।
গত কাল কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি হত্যা মামলা হয়েছে। মামলায় সন্দেহভাজন ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো উদঘাটন সম্ভব হয়নি। পারিবারিক কারণে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে।
গত ৩১ মার্চ মঙ্গলবার ভোরে পাবুর গ্রামে মৃত ইয়ার উদ্দিনের বাড়িতে হামলা করে তার স্ত্রী সূর্য বানু (৮০) ও মেয়ে মাফিয়া আক্তারকে (৬৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন জানান, নিহতরা অত্যন্ত দরিদ্র ছিলেন। তাদের তেমন কোনো শত্র“ ছিল বলেও জানা নেই। কারা, কেন তাদের হত্যা করেছে সে ব্যাপারে কোনো ধারণাই করতে পারছে না কেউ।