Connecting You with the Truth

কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে বেঙ্গালুরুতে দাঙ্গা, নিহত ১

bengaluru-1বেঙ্গালুরুর রাস্তায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলে কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে দুটি রাজ্যের মধ্যেকার এক পুরোনো বিবাদকে কেন্দ্র করে দাঙ্গায় একজন নিহত হবার পর বেঙ্গালুরু শহরে তিন দিনের কারফিউ জারি করা হয়েছে।
কাবেরী নদীর উৎস কর্ণাটক রাজ্যে হলেও তা তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সাগরে মিশেছে। অভিন্ন এই নদীর পানি বন্টন নিয়ে দুই রাজ্যের মধ্যে কয়েক দশক ধরেই বিবাদ চলছিল।
সোমবার ভারতের সুপ্রিম কোর্ট এক রায় দেয় যে কর্ণাটক রাজ্যকে প্রতিবেশী তামিলনাড়ুতে আরো বেশি পরিমাণ পানি সরবরাহ করতে হবে। কিন্তু দুই রাজ্যই বলছে তাদের কৃষিতে সেচের জন্য এই পানি দরকার।

bengaluru-2বিক্ষোভের সময় বেশ কিছু যানবাহনে আগুন দেয়া হয়

সুপ্রিম কোর্টের রায়ের পর বেঙ্গালুরুতে দাঙ্গা শুরু হয়। তামিল নাড়ুর নম্বরপ্লেটওয়ালা বেশ কিছু বাসে এ সময় আগুন লাগিয়ে দেয়া হয়। বিক্ষুব্ধ কিছু লোক পুলিশের একটি জীপ ও মোটরবাইকেও আগুন লাগিয়ে দেয়। এসময় পুলিশ গুলি করলে একজন নিহত হয়।

Comments
Loading...