কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি শেষ, আদেশ কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ শুনানি শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বিষয়ে আগামীকাল আদেশ দেয়ার দিন ঠিক করেছেন। রোববার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ৩ নভেম্বর মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। যা এ বছরের ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয় এবং ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যুপরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। গত ৫ মার্চ আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন কামারুজ্জামান।