ঢাকা বিভাগ
কালকিনিতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের মাঝে সংর্ঘষ, আহত-১১
আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
শহীদ মিনার ফুল দেয়াকে কেন্দ্র করে শনিবার রাত পোনে ১২ টায় মাদারীপুরের কালকিনি উপজেলায় আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে করে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। কালকিনি ও ডাসার থানা পুলিশ পরিস্থি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ নিয়ে পুরো উপজেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
প্রত্যাক্ষ দর্শীরা জানান, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করতে উপস্থিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালকিনি ও ডাসার থানা পুলিশ এবং কালকিনি প্রেসক্লাবসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন। অপর দিকে রাত ১১.৩০ মিনিটে মোটর সাইকেল বহর নিয়ে আসেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক। তার বিরুদ্ধে পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর নির্বাচন না করার অভিযোগ এনে তাকে সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। এরপরও তার পুস্পমাল্য ডালার উপর লেখা ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক। এ পুস্পমাল্য ডালা দেখেই স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে।এক পর্যায় তর্কবির্তকের পর আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে সংর্ঘষ সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১১জন আহত হয়। পরে পুলিশ পুরো বিষয়টি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা সিদ্দীকি বলেন, এটা একটা অপ্রিতিকর ঘটনা মাত্র।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়ন করা হয়েছে।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস