Connecting You with the Truth

কালিয়ায় শাহাদাৎ বার্ষিকী পালন

কালিয়া প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার অন্তর্ভুক্ত চাঁচুড়ী, পরুলিয়া, বাবরা, হাচলা, পাঁচ গ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ নেতা-কর্মীদের যৌথ উদ্যোগে উপজেলা বোর্ড অফিস চত্বরে এক শোক সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য মো. কবিরুল হক মুক্তি। এতে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি পরিচালনা করেন নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়াও কালিয়া উপজেলা চেয়ারম্যান শামীমুর রহমান, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ১২নং চাঁচুড়ী ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, পরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুণ, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাবুপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ ও অন্যান্য অতিথিবৃন্দ এতে উপস্থিত ছিলেন। মধ্যাহ্ন ভোজের শেষে কোরআন তেলোওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা, গান ও ভাষণ পরিবেশিত হয়।

Comments
Loading...