Connecting You with the Truth

কাশ্মিরের সীমান্ত থেকে হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে

গেল সপ্তাহজুড়ে দুপক্ষের গুলিবিনিময়ে ভারতীয় ও পাকিস্তানি সেনা এবং বেসামরিক নাগরিকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন, মঙ্গলবার জানিয়েছে বিবিসি।

শান্তামানু নামের এক জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহে গুলি বিনিময় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার বেসামরিক নাগরিক সীমান্ত অঞ্চলের গ্রামগুলো থেকে পালিয়ে গেছেন।

শাম কুমার নামের ৫৪ বছর বয়সী এক গ্রামবাসী বলেছেন, “আমরা কোনোরকমে পালিয়ে এসেছি, সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে।”

“পাকিস্তানি সেনারা দূর-পাল্লার অস্ত্র ব্যবহার করছে। এই প্রথম এ ধরনের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়লাম আমরা,” বলেন তিনি।

তিনি জানান, সীমান্তের সাড়ে তিন কিমি ভিতরের একটি স্কুলে একটি গোলা এসে পড়ার পর তিনি গ্রাম ছেড়ে পালিয়ে এসেছেন।

মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলিবিনিময় অব্যাহত ছিল বলে প্রকাশিত খবরে জানা গেছে।

ভারতীয় এক সেনা কর্মকর্তা বলেছেন, “গোলা বিনিময় অব্যাহত আছে, পাকিস্তানি গোলাবর্ষণের পাল্টা জবাব দিচ্ছি আমরা।”

এর আগে সোমবার পাকিস্তান জানিয়েছিল, “ভারতীয় গোলাবর্ষণের সমুচিত জাবাব দিচ্ছেন” তারা।

উভয়পক্ষ লড়াই শুরু করার দায় পরস্পরের উপর চাপিয়েছে।

২০০৩ সালে দুপক্ষের মধ্যে গুলিবর্ষণ বন্ধ রাখার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হলেও প্রায়ই প্রতিবেশী দেশদুটি পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘণের অভিযোগ তোলেন।

Comments
Loading...