কিশোরগঞ্জের হোসেনপুরে বন্ধুর হাতে বন্ধু খুনঃ প্রতিপক্ষের ১৩ বাড়ি ঘরে অগ্নিসংযোগ
মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ) কিশোরগঞ্জ প্রতিনিধি,
কিশোরগঞ্জের হোসেনপুরে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় প্রতিপক্ষের ১৩ বাড়ি ঘরে অগ্নি সংযোগ,হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, উপজেলার নামা সিদলা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে স্থানীয় ফুলকলি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অফিস করনিক মোঃ শাহজাহানকে (২৪) তারই তিন বন্ধু একই গ্রামের আলমীর হোসেন,লিকন মিয়া ও হেলাল মিয়া গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে বড়খাল ব্রীজের উপর এলোপাতারি খিল ঘুসি দিয়ে মাথাসহ বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ মারাত্মক আহত হয়ে গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডি জেনারেল হাসপাতালে শাহজাহান মারা যায়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহঃস্পতিবার (১২ মার্চ) সকালে লাশ দাফন শেষে সিদ্দিক মিয়া গংরা প্রতিপক্ষের ১৩ বাড়ি-ঘরে অগ্নিসংযোগ,লোটপাট ও হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে এলাকাবাসী ও ফাইয়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ক্ষয়-ক্ষতির পরিমান এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। অগ্নিকান্ডে নামা সিদলা গ্রামের মোঃ দুলাল মিয়ার ২টি ঘর,নরম্ন মিয়ার ২টি ঘর,গোলাপ মিয়ার ১টি,ফরিদ মিয়ার ১টি,আব্দুল রাজ্জাকের দোকান ১টি ঘর, ও টান সিদলা গ্রামের রেনু মিয়ার ১টি ঘর ,রতন মিয়ার ২টি ঘর , আমজাদ মিয়ার ২টি ঘর ও রহমত আলীর ১টি ঘর অগ্নিসংযোগ,লোটপাট ও হামলা চালানো হয়। তৎক্ষনাত উপজেলা চেয়ারম্যান মোঃ আযুব আলী,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারম্নল হক,এএসপি সার্কেল মোঃ জামাল উদ্দিন, ওসি মোঃ নান্নু মোলস্না,সিদলা ইউপি চেয়ারম্যান কামরম্নজ্জামান কাঞ্চন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।