Connecting You with the Truth

কীর্তনখোলার ভাঙনে বসতঘর বিলীন, নিখোঁজ ১

বরিশাল প্রতিনিধি:
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরিতে কীর্তনখোলা নদীর ভাঙনে চারটি বসতঘর বিলীন হয়ে গেছে। এতে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাত ১১টার দিকে লামচরির সরদার বাড়িতে ভাঙনের ঘটনা ঘটে। বাড়ির বাসিন্দা জলিল সরদার জানান, তার নিজের বসতঘরসহ কাজল সরদার, সেকান্দার ও কাদের নামে আরো তিনজনের বসতঘর কীর্তনখোলা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ সময় ঘরের সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি। ঘটনার পরপরই বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিসহ একটি দল উদ্ধার কাজে ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, নদী ভাঙনের ঘটনায় হোসেন নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নিখোঁজ ব্যক্তি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Comments
Loading...