কীর্তনখোলা থেকে ১৫ মণ জাটকাসহ আটক ৪
বরিশাল প্রতিনিধি:
বরিশালের বেলতলার চর সংলগ্ন কীর্তনখোলা নদে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ চারজনকে আটক করেছে মৎস্য বিভাগের সদস্যরা।
গত কাল রবিবার ভোরে এ অভিযান চালানো হয়। এসময় জাটকা ( (ছোট ইলিশ) বহনকারী ট্রলারটি জব্দ করা হয়। মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে বেলতলার চর সংলগ্ন নদে অভিযান চালানো হয়। এসময় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা থেকে আসা একটি ট্রলার থেকে ১৫ মণ জাটকাসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-আব্দুর রাজ্জাক, মো. সেলিম, ছাদ্দাম ও নাছির উদ্দিন। তারা মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাটের বাসিন্দা।