Connecting You with the Truth

কুকের চলমান ঝড়ের মাত্রা বাড়িয়ে দিলেন পিটারসেন

s-10
স্পোর্টস ডেস্ক:
সদ্য ভারতের কাছে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ইংল্যান্ড। দলের পারফরমেন্স ও দলপতি অ্যালিস্টার কুকের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড়
পুরো ইংল্যান্ড জুড়েই। সেই ঝড়ের মাত্রা এবার বাড়িয়ে দিলেন ইংলিশদের সাবেক তারকা খেলোয়াড় কেভিন পিটারসেন। কুককে ‘স্বার্থপর’ হিসেবে অভিহিত করে পিটারসেন বলেন, ‘তার মধ্যে স্বার্থপরতা অনেক বেশি। আর এটি অব্যাহত থাকলে আগামী বিশ্বকাপে ভালো ফল সম্ভব নয়। বিশ্বকাপ জয়ের ব্যাপারে ইতিবাচক কথা বলছেন না কুক।’ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় অনেক প্রশ্ন ও সমালোচনার মধ্যে ঘুরপাক খাচ্ছে ইংল্যান্ড দল। এরমধ্যে সবচেয়ে বেশি বেকাদায় পড়েছেন ইংলিশ দলপতি কুক। সীমিত ওভারের ম্যাচে কুকের অধিনায়কত্ব নিয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে এভাবে দলকে পরিচালনা করলে আগামী বিশ্বকাপে বিপদে পড়তে হবে ইংল্যান্ডকে বলে মনে করেন অনেকেই। সেই তালিকায় আছেন পিটারসেন। তিনি বলেন, ‘তার মধ্যে স্বার্থপরতা অনেক বেশি। আর এটি অব্যাহত থাকলে আগামী বিশ্বকাপে ভালো ফল সম্ভব নয়। বিশ্বকাপ জয়ের ব্যাপারে ইতিবাচক কথা বলছেন না কুক। তার কথা বার্তা নির্বোধের মতো। একজন অধিনায়কের এমন মনোভাব থাকা উচিত নয়। এমন মনোভাব দলের জন্য সাফল্য বয়ে আনতে পারে না কখনই।’ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে কুককে সরিয়ে দেবার পরামর্শ দেন পিটারসেন। কিন্তু এ্যাসেজের কারণে তা করতে পারছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে তিনি বলেন, ‘ওয়ানডে দলের দায়িত্ব থেকে কুককে অব্যাহতি দেয়া উচিত। কিন্তু তা করছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কারণ তারা ভাবছে, বিশ্বকাপের আগে ওয়ানডে দল থেকে কুককে বাদ দিলে আগামী বছরের এ্যাশেজ সিরিজের আগে দলের মধ্যে অস্থিশীলতা দেখা যেতে পারে।’ শুধুমাত্র কুকের অধিনায়কত্ব নিয়েই সমালোচনা করেননি পিটারসেন। সীমিত ওভারের ম্যাচে কুকের ব্যাটিং স্টাইলও পছন্দ নয় তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেললে ওয়ানডের জন্য উপযুক্ত ব্যাটসম্যান বনে যাবেন কুক বলেন জানান পিটারসেন, ‘ওয়ানডেতে ওপেনিং করার মত ব্যাটসম্যান নয় কুক। সীমিত ওভারের ম্যাচে ইনিংসের শুরুতে নামলে আক্রমনাÍক থাকতে হয় ব্যাটসম্যানকে এবং দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হয়। কিন্তু ভারতের বিপক্ষে তা করতে পারেননি তিনি। তাই আইপিএলে কিছুটা সময় দিতে পারলে কুকের জন্যই ভালো হবে।’

Comments
Loading...