Connecting You with the Truth

কুকের জন্য আশীর্বাদস্বরূপ!

s-7স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আগে অ্যালিস্টার কুককে ইংল্যান্ড দল থেকে সরিয়ে দেওয়াটা কুকের জন্যই আশীর্বাদস্বরূপ হতে পারে বলে মন্তব্য করেছেন, দলের সাবেক খেলোয়াড় কেভিন পিটারসেন। তিনি মনে করেন, এবার কুক তার খোলস ছেড়ে বেরিয়ে আসবে। তিনি বলেন, ‘এটা তার ক্রিকেটের জন্য অনেক ভালো হয়েছে। তবে তার জন্য আমার একটু খারাপও লাগছে। বেচারা এই মুহূর্তে অনেক চাপের মধ্যে রয়েছে। তবে যায় হোক, অন্তত এই শীতে সে একটু অবকাশ পাচ্ছে।’ পিটারসেন আরো বলেন, ‘সে এবার নতুনভাবে মাঠে ফিরে আসবে। ব্যাট হাতে আরো শক্তিশালী হয়ে..।’ উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বিশ্বকাপের দুই মাস আগে বাজে নেতৃত্ব এবং পারফর্মেন্সের কারণে দল থেকে বাদ পড়েন অ্যালিস্টার কুক। গত বছরে ২০টি ওয়ানডে ম্যাচ খেলে ২৭.৫২ গড়ে মাত্র একটি অর্ধশতক করেন তিনি।

Comments
Loading...