Connecting You with the Truth

কুখ্যাত হিট মামলায় অভিযুক্ত সালমান খান

b-2
বিনোদন ডেস্ক:
২০০২ সালে কুখ্যাত হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে চলা মামলার শুনানি চলতি বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেলো। মুম্বাইয়ে দায়রা আদালত গতকাল বৃহস্পতিবার এই ঘটনার তদন্তকারী অফিসারকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জমা দিতে বলা হয়েছিলো মামলা সংক্রান্ত হলফনামাও। অন্যদিকে, এক সূত্রে জানা যায় প্রত্যক্ষদর্শীর বয়ান সম্বলিত কেস ডায়রিটি হারিয়ে গেছে। এই মামলার গোপন নথি আদালতে পৌঁছে দেওয়ার জন্য যে কনস্টেবল নিযুক্ত ছিলেন কিছুদিন আগে তিনি মারা যান। তার জায়গায় নিয়োজিত করা হয় অন্য আর এক জনকে। নতুন নিযুক্ত কনস্টেবল জানিয়েছেন প্রত্যক্ষদর্শীর বয়ান সম্বলিত নথির বিষয়ে তিনি কিছু জানেন না। সেটি হারিয়ে গেছে কিনা সেই সম্পর্কেও নির্দিষ্ট করে কিছুই বলতে পারেননি তিনি। এই অপ্রত্যাশিত ‘নথি হারানোর’ ঘটনায় কর্মকর্তারা প্রভাব বিস্তার করে নিয়মভঙ্গের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। ২০১৩ সালে হিট অ্যান্ড রান কেসে অভিযুক্ত সালমানের বিরুদ্ধে নতুন করে মামলা শুরু হয়। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হয়। দোষী সব্যস্ত হলে সর্বাধিক ১০ বছরের জেল হতে পারে এই বলিউড সুপারস্টারের। ২০০৮ সালে ২৮ সেপ্টেম্বর বান্দ্রার ফুটপাথে উঠে যায় সালমানের চলন্ত গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির। আহত হন আরও চারজন।


Comments
Loading...