Connecting You with the Truth

কুমারখালীতে কমিউনিটি পুলিশিং সমাবেশ

যদুবয়রা প্রতিনিধি, কুমারখালী, কুষ্টিয়া:
কুষ্টিয়া কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন পরিষদে শুক্রবার ৪টায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” শ্লোগানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক। তিনি ইউনিয়নবাসীর সাথে কথা বলে এলাকার স্থানীয় ও পুলিশিং সমস্যা জানতে চাইলে উপস্থিত জনতা মাদক, বাল্য বিবাহ, চুরি-ডাকাতি ও চাঁদাবাজীসহ বিভিন্ন পুলিশিং সমস্যার কথা জানান। তিনি সমস্যার কারণ ও সমাধান ব্যাখ্যা করে দ্রুত সমাধানের জন্য কুমারখালী থানার ওসি শেখ লুৎফর রহমান, চৌরঙ্গী তদন্ত কেন্দ্্েরর আই.সি.মো:কাফি খান, যদুবয়রা পুলিশ ক্যাম্পের এ আই সি মো: আনোয়ার হোসেনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
তিনি আরো বলেন, ইউনিয়নবাসীর সচেতনতা ও সহযোগিতায় সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। পুলিশিং সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক আবু সুফিয়ান, যদুবয়রা ইউপি চেয়ারম্যান মো: ইউসুফ আলী মোল্লা, সাবেক চেয়ারম্যান মো: শরিফুল আলম, ইউপি সদস্য মো: আশিকুর রহমান সাবান, মো: কামরুজ্জামান সাবু , ইউনিয়ন সহ সভাপতি এস এম গোলাম আজিজ বাবু , সাবেক ছাত্র লীগ নেতা মো: জিয়াদুল ইসলাম মিলন, যুব লীগের সেক্রেটারি জসিম, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সদস্য খবির উদ্দিন ও ইউনিয়নবাসী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যদুবয়রা পুলিশিং কমিটির সভাপতি লুৎফর রহমান।

Comments
Loading...