Connecting You with the Truth

কুড়িগ্রামের রাজারহাটে ছেলের কুড়ালের আঘাতে মায়ের মৃত্যু

download (8)কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছেলে রেজাউল (২৫) এর কুড়ালের আঘাতে মা রোকেয়া বেগমের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলার চাকিরপাশা ইউনিয়নের পাঠক গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ছেলে মানসিক রোগী রেজাউল তার মা রোকেয়া বেগমের নিকট সিগারেট খাওয়ার টাকা চায়। কিন্ত তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘর থেকে কুড়াল এনে মা রোকেয়া বেগমকে এলোপাথারী আঘাত করতে থাকে। এতে গুরুত্বর আহত অবস্থায় রোকেয়া বেগমকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এ ব্যাপারে রাজারাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলে রেজাউল মানসিক রোগী হওয়ায় এঘটনা ঘটেছে। রাজারহাট থানায় মামলার প্রস্ততি চলছে।

Comments
Loading...