Connecting You with the Truth

কুড়িগ্রামের সীমান্তে ১৬ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রমের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ও গংগারহাট সীমান্ত এলাকা থেকে গাঁজা ও মদের বোতল উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত কাল ভোররাতে শিমুলবাড়ী সীমান্ত ফাঁড়ির হাবিলদার মশিউর রহমানের নেতৃত্বে একটি টহলদল কুরুশা ফেরুশা নামক স্থানে অবস্থান নেয়। এসময় ভারত থেকে একটি লোক একটি বস্তাসহকারে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবির টহলরত দল লোকটিকে চ্যালেঞ্জ করলে লোকটি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে বস্তা খুলে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য- ৫৬ হাজার টাকা।
অপরদিকে গত কাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে গংগারহাট সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার ফিরোজ আলম এর নেতৃত্বে টহলদল কুটিচন্দ্রখানা নামক স্থান থেকে ১১ বোতল হুইস্কি উদ্ধার করে। যার মূল্য- ১৬ হাজার ৫শ’ টাকা। এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক মো. জাকির হোসেন জানান, চোরাচালান ও মাদকদ্রব্য বন্ধ করতে বিজিবি’র এ অভিযান অব্যহত থাকবে।

Comments
Loading...