Connecting You with the Truth

কুড়িগ্রামে করিডোরে ১৫ দিনে প্রায় সাড়ে ৬৬ লাখ টাকার রাজস্ব আদায়

kurigram map BDPশাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের সীমান্ত এলাকার হাট-বাহার হতে ভারতীয় গরুর করিডোর থেকে গত ১৫ দিনে ৬৬ লাখ ৬০ হাজার টাকার করিডোরের মাধ্যমে রাজস্ব আদায় করেছে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। কাস্টমসের সহয়াতায় ভারত থেকে আসা গরুর করিডোর করে এসব টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে বিজিবি সুত্রে জানা গেছে।
বিজিবি জানায়, গত ২৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দইখাওয়ারচর হতে ৫৩৬৫টি গরু, পাখিউড়ারচর হতে ৩২৬৩টি, নারায়নপুর হতে ১৮৫৫টি, শালঝোড় হতে ১২৬৮টি, ময়দান হতে ৮৩৬টি, ধলডাংগা হতে ২৪৮টি, দিয়াডাংগা হতে ৭৭টি, পাথরডুবি হতে ৪১টি এবং মাদারগঞ্জ হতে ২৫টি গরুর করিডোর করা হয়। সীমান্তে এলাকায় হাট-বাজারসহ করিডোর করা মোট গবাদি পশুর সংখ্যা ১২৯৭৮টি যা থেকে রাজস্ব আদায় করা হয়েছে ৬৪ লাখ ৮৯ হাজার টাকা। এছাড়াও ধরলা ব্রীজ চেক পোষ্টে ৩৪৩টি গরু যা থেকে রাজস্ব আদায় করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোঃ জাকির হোসেন জানান, জেলার সীমান্ত হাট থেকে কাস্টমসের সহায়তায় সর্বমোট রাজস্ব আদায় করা হয়েছে ৬৬ লাখ ৬০ হাজার টাকা।

Comments
Loading...