Connecting You with the Truth

কুড়িগ্রামে জলবায়ুর প্রভাব মোকাবেলায় করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Kurigram Rainfall Efect Workshop photo  16.02.16শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে কৃষির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও কৃষকের অভিযোজন কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কেয়ার বাংলাদেশের হোয়্যার দি রেইন ফলস প্রকল্পের উদ্দোগে মঙ্গলবার টেরেডেস হোমস ফাউন্ডেশন মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। এসময় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরে উপপরিচালক মোঃ মকবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, ইএসডিও’র উপদেষ্টা আবু আযম নুর, উপজেলা কৃষি অফিসার রায়হানুজ্জামান প্রমুখ।
কুড়িগ্রাম জেলার কৃষি মুলত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। তাই বৃষ্টিপাতের তারতম্যের ফলে কৃষি ও জীবনযাত্রার প্রভাব মোকাবেলায় করনীয় সম্পর্কে এ কর্মশালায় আলোচনা করা হয়। কর্মশালায় কৃষক ও কৃষি সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments
Loading...