কুড়িগ্রামে পুলিশি বাধায় হরতালের সমর্থনে ২০ দলের মিছিল
কুড়িগ্রাম প্রতিনিধি: পুলিশি বাধা উপেক্ষা করে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালের সমর্থনে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট।
সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিনকালে শহরের পোষ্ট অফিস মোড়ে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী, নুর মোহাম্মদ, আফতাব উদ্দিন প্রমুখ।
বক্তারা ২০ দলের চলমান আন্দোলন সফল করার লক্ষে নেতাকর্মীদের সক্রিয় ভুমিকা পালনের আহবান জানান।