কুড়িগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শীতার্ত অতি দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকাস্থ যুব সমাজ নামে একটি ছাত্র সংগঠন।
গত কাল শুক্রবার সকালে জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি মাদ্রাসা মাঠে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মো. হায়দার আলী, সংগঠনের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর হাসান জয়, অধ্যাপক ফারুক হোসেনসহ সংগঠনের ছাত্ররা উপস্থিত ছিলেন। এর আগে সংগঠনটির উদ্যোগে দিনাজপুর ও লালমনিরহাটে শীতবস্ত্র বিতরণ করা হয়।