কুড়িগ্রামে শুরু হল মাসব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে মাসব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে।
গত কাল সকালে কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা স্মৃতিফলকসংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌর কমিশনার রোস্তম আলী ও সাংবাদিক আহসান হাবীব নীলু প্রমুখ। তহুরা ডেকোরেটর ও প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুর এর যৌথ উদ্যোগে মাসব্যাপী এ মেলায় ৭৫টি স্টল অংশ নিয়েছে। এছাড়াও মেলায় আকর্ষণ বাড়াতে শিশুদের জন্য নাগরদোলা, দোলনা, গাড়ি খেলা, ট্রেন জার্নি ব্যবস্থা রয়েছে।

Comments (0)
Add Comment