কুড়িগ্রামে সীমান্ত থেকে মাদকদ্রব্য ও যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেছে বিজিবি
শাহ্ আলম, কুড়িগ্রাম; কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি সীমান্তের বিজিবি সদস্যরা ভারতীয় হ্যাপি গোল্ড মদ উদ্ধার করেছে। কাশিপুর বিওপির নায়েব সুবেদার ওমর আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে বুধবার রাতে ফুলমতি নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে ১ জন লোক মাথায় বস্তা নিয়ে পায়ে হেঁটে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দলটি ভারতীয় হ্যাপী গোল্ড মদ ৬৯ বোতল আটক করে।
অপরদিকে অনন্তপুর সীমান্তের বিজিবির সদস্যরা ফুলবাড়ি উপজেলার বেল্লিরতল নামক স্থান হতে বুধবার রাত ১১ টায় ৩৭ বোতল ফেন্সিডিল এবং কাশিপুর সীমান্তের বিজিবির সদস্যরা ফুলবাড়ি উপজেলার আজুয়াটারী নামক স্থানে বৃহস্পতিবার ভোর ৫টায় ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ৩৩৬ পিস আটক করে।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. জাকির হোসেন জানান, আটককৃত মদ ও ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং ট্যাবলেট কাস্টমস অফিসে জমা করা হয়েছে।