কুড়িগ্রামে ২০ দলীয় জোটের অবরোধ-সমাবেশ
কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপির ডাকা টানা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশি বাধা উপেক্ষা করে সমাবেশ ও বিক্ষোভ করেছে বিএনপিসহ ২০ দলীয় জোটের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
গত কাল শনিবার সকাল থেকে অবরোধের সমর্থনে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পোস্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে আসে এবং সেখানে অবরোধ করে। সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানা, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জামায়াতের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, ছাত্রশিবির সভাপতি রোমান প্রমুখ।