Connecting You with the Truth

কুড়িল ফ্লাইওভার থেকে বাস লেকে

downloadরাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে তুরাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাস লেকে পড়ে গেছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বাস দুর্ঘটনার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মুস্তাক আহমেদ জানান, যাত্রীবাহী একটি বাস ফ্লাইওভার থেকে পড়ে যাওয়ার কথা শুনেছি। তবে এ ব্যাপারে এখন বিস্তারিত বলতে পারছি না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো যাবে। এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Comments
Loading...