দেশজুড়ে
কৃষকদের স্বপ্ন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে

Published
8 years agoon
শেরপুর প্রতিনিধি:
চারদিকে সারি সারি দাঁড়িয়ে থাকা সোনালী ধানে ভরে ছিল মাঠ। কৃষক কেবল সেই পাকা ধান গোলায় ভরার প্রহর গুণছিলেন। পাশাপাশি ‘আপৎকালীন’ ফসলখ্যাত এ ধানে কৃষক বিগত সময়ের ক্ষতিও কিছুটা পুষিয়ে নেওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু কৃষকের সেই স্বপ্ন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পানিতে লুটোপুটো খাচ্ছে তাদের শত কষ্টে বোনা সেই স্বপ্ন। কেননা গত কয়েকদিনের টানা বর্ষণে জমির উঠতি ফসল পানিতে তলিয়ে গেছে। রোপা আউশ মৌসুমের উঠতি প্রায় ৭ হাজার হেক্টর জমির বেশির ভাগ ধান এখন পানিতে হাবুডুবু খাচ্ছে। ঝুঁকি নিয়ে কেউ কেউ একটু-একটু করে জমির সেই ধান কাটলেও ফলন গতবারের চেয়ে অর্ধেকের নিচে নেমে এসেছে। এছাড়া ভেজা থাকার কারণে ধানের দামও অত্যন্ত কম। এর মধ্যেই আবার বিক্রিকালে কৃষককে নির্ধারিত ওজনের চেয়ে বস্তা প্রতি ৫-৬ কেজি হারে ধান বেশি দিতে হচ্ছে। এ অবস্থায় লাভ তো দূরের কথা, লোকসান দিয়েও বগুড়ার শেরপুর উপজেলার কৃষকরা জমির ফসল ঘরে তুলতে পারছে না।
এদিকে কয়েক দিনের টানা বর্ষণে পানিতে তলিয়ে যাওয়া কিছু কিছু এলাকার ধান ইতোমধ্যেই নষ্ট হতে শুরু করেছে। অপরদিকে পানিতে তলিয়ে যাওয়া জিরাশাইল জাতের ধান থেকে নতুন নতুন ধান গাছ গজাচ্ছে। এমন অবস্থায় বর্ষণ অব্যাহত থাকলে জমির উঠতি জিরাশাইল ও পারিজাত ধান অধিকাংশ কৃষকই ঘরে তুলতে পারবেন না বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। সব মিলিয়ে স্থানীয় কৃষক পরিবারগুলো মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছেন। বিশেষ করে চলতি রোপা আমন মৌসুমের আবাদ নিয়ে মাঝারি ও ছোট সারির কৃষকরা অনেকটা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকদিনের টানা বর্ষণে উপজেলার বরেন্দ্রখ্যাত ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় লাগানো শতশত বিঘা রোপা আউশ মৌসুমের জিরাশাইল ও পারিজাত জাতের ধান পানিতে ভাসছে। ফলে কৃষক চেষ্টা করেও জমির পাকা ধান কাটতে পারছে না।
পালাশন গ্রামের কৃষক ইকবাল হোসেন জানান, তিনি ১৫ বিঘা জমিতে জিরাশাইল ধান লাগিয়েছিলেন। কিন্তু ধান কাটা শুরুই করতে পারেননি। এরমধ্যে টানা বর্ষণ চলছে। ফলে জমির সব ফসল কাটার আগেই মাটির সঙ্গে মিশে পানিতে তলিয়ে গেছে। একই গ্রামের আকবর হোসেন ১১ বিঘা, মোখলেছুর রহমান ৯ বিঘা, দুলাল হোসেন ৭ বিঘা, শংকরআটা গ্রামের ইদ্রিস আলী ২০ বিঘা, হেদায়েত আলী ৭ বিঘা, ভায়রা গ্রামের নজরুল ইসলাম ৭ বিঘা, আরব আলী ৫ বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন। কিন্তু তাদের বেশির ভাগ জমির পাকা ধান এখন পানিতে ভাসছে বলে এসব গ্রামের কৃষকরা জানান।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, রোপা আউশ মৌসুমে এ উপজেলায় ৫ হাজার ২০০ হেক্টর জমিতে জিরাশাইল জাতের ধান লাগানো হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, জমির সব ধান মোটামোটি চাল হয়ে গেছে। তাই আবহাওয়া বৈরী হলেও হতাশ হওয়ার কোন কারণ নেই। দাম পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও ফলনে কোন প্রভাব পড়বে না বলে এই কর্মকর্তা দাবি করেন। তবে বৃষ্টির কারণে ধানকাটা ও মাড়াইয়ে কৃষকদের বেশ দুর্ভোগ পোহাতে হবে। এছাড়া গত কয়েকদিনের বৃষ্টিপাতকে এই কর্মকর্তা চলতি রোপা আমান মৌসুমের জন্য আশীর্বাদ মনে করেন।
You may like
Highlights
আশুলিয়ায় হেযবুত তওহীদের কর্মীদের উপর সন্ত্রাসী হামলা: নারীসহ আহত ১৩, গুরুতর ২

Published
8 hours agoon
ফেব্রুয়ারি ৩, ২০২৩
ঢাকার আশুলিয়ায় গণসংযোগ কর্মসূচিতে হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে আহত হয়েছে অন্তত ১৩ জন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। শুক্রবার সকালে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, হেযবুত তওহীদ সদস্য আবুল হোসেন, কামাল হোসেন, সুমি আক্তার, লিয়ন ইসলাম, নিজাম মন্ডল, মানিক, জাহিদুল ইসলাম, জাকির হোসেন, সোহরাব হোসেন, নোমান, তরিকুল ইসলাম, বাদশা। আহতদের মধ্যে আবুল হোসেন ও কামাল হোসেনকে প্রথমে আশুলিয়া নারী শিশু হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে চিকিৎসকগণ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হামলায় আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে আশুলিয়ায় গণসংযোগ করছিলেন হেযবুত তওহীদের স্থানীয় কিছু কর্মী। এসময় একদল সন্ত্রাসী প্রকৃতির লোক তাদেরকে বাধা প্রদান করে এবং নারীদেরকে মারধর ও হেনস্তা করে। খবর পেয়ে সংগঠনটির স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা ছুটে এলে বিষয়টি মীমাংসার জন্য অনুরোধ করে স্থানীয় ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মীমাংসার বিষয়ে আলোচনা চলাকালে হামলাকারীরা সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। দ্বিতীয় দফা হামলায় হেযবুত তওহীদের অন্তত ১০ কর্মী আহত হোন যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হচ্ছেন আবুল হোসেন ও কামাল হোসেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে সাভার মডেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
স্থানীয় গোপালগঞ্জ ফার্নিচারের স্বত্ত্বাধিকারী আব্দুল মান্নান ও তার ছেলে মানিকের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত আব্দুল মান্নান উগ্র-ধর্মীয় সংগঠনের সাথে জড়িত বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার পরপরই বিক্ষোভ মিছিল করেছেন, হেযবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীরা। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সূত্রে জানা গেছে।
দেশজুড়ে
শেরপুরে বোয়েসেলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

Published
12 hours agoon
ফেব্রুয়ারি ৩, ২০২৩
শেরপুর প্রতিনিধি:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে শেরপুরে জব ফেয়ার অনুষ্ঠিত হযেছে।
দুই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুর শিল্পকলা একাডেমী হলরুমে ওই জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বুয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মল্লিক আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এ সময় শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজার খানেক চাকরি প্রত্যাশি প্রশিক্ষিত-শিক্ষিত বেকার জব ফেয়ারে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৬৬৭ জন রেজিস্ট্রেশন করেছেন। বুযেসেল ও শেরপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সরকার থেকে সার্কুলার জারি করার পর তাদের থেকে বাছাই করে বিনামূল্যে দেশের বাইরে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে। যারা যোগ্য তাদেরকে অনলাইন প্রক্রিয়া শেষে মোবাইলে ক্ষুদেবার্তায় জানানো হবে।
Highlights
বাউফলের সেই লাল মিয়ার পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

Published
6 days agoon
জানুয়ারি ২৮, ২০২৩
মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন। সংবাদ প্রকাশের পর বাউফলের সেই হতদরিদ্র লাল মিয়া হাওলাদারের পাশে দাঁড়িয়েছেন তিনি।
শনিবার দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সরজমিনে উপজেলার কালিশুরি ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা অসহায় দরিদ্র লাল মিয়া হাওলাদারের বাড়িতে যান। এসময় তিনি লাল মিয়াকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাকে সরকারি ব্যয়ে ঘর নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।
এরআগে গত শুক্রবার বাংলাদেশেরপত্র অনলাইনসহ কয়েকটি জাতীয় পত্রিকায় ‘আসমানী কবিতার রহিমদ্দির ঘরকেও হার মানায় বাউফলের লাল মিয়ার ঘর’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তার।
স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন সরেজমিনে নিজের চোখে সবকিছু দেখে দরিদ্র লাল মিয়াকে কম্বলসহ তার নিজের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করেন। লাল মিয়াকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসাসহ ঘর তৈরি করার জন্য আরও আর্থিক সাহায্য প্রদান করার প্রতিশ্রুতি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন মানবিক কর্মকাণ্ডে আবেগে আপ্লুত হয়ে পড়েন লাল মিয়া।
এদিকে অর্থিক সহায়তা ও ঘর পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে ইউএনওকে ধন্যবাদ জানান লাল মিয়া।
আসমানী কবিতার রহিমদ্দির ঘরকেও হার মানায় বাউফলের লাল মিয়ার ঘর
-
আন্তর্জাতিক7 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক7 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ8 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস