দেশজুড়ে
‘‘কৃষক-জনতা ঐক্যবদ্ধ হয়ে-মৌলবাদী চক্রান্তকে রুখে দিতে হবে’’
উজ্জ্বল রায়, নড়াইল: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, অসম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে সাম্প্রাজ্যবাদী-মৌলবাদী চক্রান্তকে রুখে দিতে হবে। জামায়াত-বিএনপির মদদপুষ্ট হয়ে জঙ্গীরা এদেশে মাথাচাড়া দিয়ে ওঠার পায়তারা চলছে। কিন্তু এদেশের কৃষক-জনতা একত্রিত হয়ে প্রতিহত করতে হবে। গতকাল শনিবার বিকালে লোহাগড়ার মোল্যার মাঠে ৬ষ্ঠ জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তায় খোদ কৃষকদের হাতে জমি দিতে হবে এবং কৃষি ও কৃষক স্বার্থের বাজার কৃষিপণ্যের লাভজনক মুল্য দিতে হবে। গ্রামীণ কৃষক খেতমজুরদের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থার দাবি জানান তিনি। জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কৃষক নেতা নুরুল হাসানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় কৃষক সমিতির সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি। বক্তব্য রাখেন প্রধান বক্তা জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, বিশেষ বক্তা জাতীয় কৃষক সমিতির সহ-সভাপতি কৃষক নেতা মাহমুদুল হাসান মানিক, বিশেষ অতিথি গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি কমরেড বিমল বিশ্বাস, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান মল্লিক, নড়াইল-২ আসনের সংসদ সদ্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় কৃষক সমিতির সহকারী সাধারণ সম্পাদক কৃষক নেতা মনোজ সাহা। এসময় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যস মুস্তফা লুৎফুল্লাহ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য টিপু সুলতান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নূর আহম্মেদ বকুল সহ কেন্দ্রীয় নের্তৃবন্দ উপস্থিত ছিলেন। দেশের ৫০টি জেলা থেকে কাউন্সিলর ও ডেলিগেটসহ দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন প্রাঙ্গন এক মিলন মেলায় পরিণত হয়। সম্মেলনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ব্যাানার ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল সহকালে সম্মেলন কেন্দ্রে আসেন। দু’দিনব্যাপী সম্মেলনে তিনটি কাউন্সিল অধিবেশনের মধ্যদিয়ে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে চার বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হবে। # ছবি সংযুক্ত
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস