কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে হত্যার প্রতিবাদে তীব্র বিক্ষোভ; সান্ধ্য আইন জারি
আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের গভর্নর সেখানে জরুরি অবস্থা এবং সান্ধ্য আইন জারি করেছেন। গত শনিবার অঙ্গরাজ্যের ফারগুসনে ১৮ বছর বয়সি কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন রাস্তায় গুলি করে হত্যা করে। ওই ঘটনার পর থেকে ফারগুসনে তীব্র বিক্ষোভ, প্রতিবাদ ও হাঙ্গামার মুখে এ পদক্ষেপ গ্রহণ করলেন গভর্নর জে নিক্সন।
ফারগুসনের কাছে একটি গির্জায় দেয়া ভাষণে জরুরি অবস্থা এবং সান্ধ্য আইন জারির ঘোষণা দেন তিনি। সান্ধ্য আইন চলাকালে ফারগুসনবাসীর ‘ঘুমানোর’ পরামর্শ দেন তিনি । তার এ কথার মধ্যে বিক্ষোভকারীরা বলে ওঠেন, ঘুমানোর কোনো অবকাশ নেই আমরা ব্রাউন হত্যার বিচার চাই।
একই সঙ্গে জে নিক্সন বলেন, সান্ধ্য আইন বলবৎ করার জন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস প্রয়োগ করা হবে না। এর আগে, তার বিনা অনুমতিতে ফারগুসনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস প্রয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।