Connecting You with the Truth

কেভিন স্মিথ- হার্লি কুইন স্মিথ প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন

b-8
বিনোদন ডেস্ক:
জনি ডেপের মেয়ে লিলি-রোজ ডেপের বয়স এখন ১৫ বছর। বাবা-মেয়ে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘ইওগা হোজার্স’। এটি তৈরি হবে কমিকস অবলম্বনে। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের এ ছবিতে কেভিন স্মিথ আর তার মেয়ে হার্লি কুইন স্মিথও অভিনয় করবেন। হার্লির বয়সও ১৫ বছর। ছবিটি পরিচালনাও করবেন কেভিন। তিনি বলেছেন, ‘অনেকেই জানতে চেয়েছে কখনও কমিকস নিয়ে ছবি বানাবো কি-না। এই ছবির খবর জেনে নিশ্চয়ই তারা খুশি হবেন। গল্পে ১৫ বছর বয়সী দুই মেয়ের চরিত্রই যোগব্যায়ামে উৎসাহী। স্কুলজীবন শেষে দোকানের একঘেঁয়েমি কাজ বাদ দিয়ে যোগ দেয় মানুষশিকারী এক লোকের সঙ্গে। এই চরিত্রেই অভিনয় করবেন জনি। প্রাচীন এক অশুভ শক্তির সঙ্গে লড়াইয়ে নামে তারা। লিলির মা জনি ডেপের একসময়ের প্রেমিকা ভ্যানেসা প্যারাডিস।

Comments
Loading...