জাতীয়

কোম্পানীগঞ্জে এনজিও কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

Published

on

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে তপন চন্দ্র ভৌমিক (৪২) নামে এক এনজিও কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারে অবস্থিত স্থানীয় এনজিও বসতি উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন হত্যাকারী আবু সায়েদ হুক্কু ওরপে হুক্কা চোরা (২৫) নামে ওই সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। নিহত তপন চন্দ্র ভৌমিক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দিলামছি গ্রামের কুমুদ চন্দ্র দেবনাথের ছেলে ও বসতি উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক ছিলেন।
স্থানীয়রা জানায়, দুপুরে এলাকার বখাটে আবু সায়েদ হুক্কু ওরপে হুক্কা চোরা তার কয়েকজন সহযোগী-সহ বসতি উন্নয়ন সংস্থার অফিসে ঢুকে প্রকল্প পরিচালক তপনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তপনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সন্ত্রাসী হুক্কাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তপনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। বসতি উন্নয়ন সংস্থার পরিচালক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত তপন আমার বাল্যকালের বন্ধু। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করে আসছিলেন। কয়েক মাস আগের একটি চুরির ঘটনায় বখাটে হুক্কা চোরাকে আমরা জরিমানা করি। ওই ঘটনার জের ধরে তপনের কাছে টাকা চেয়েছিল হুক্কা। টাকা না পেয়ে সে এ ঘটনা ঘটায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, হুক্কা চোরাকে আটক করে থানায় আনা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version